প্রেসিডেন্টের দায়িত্ব পালনের উপযুক্ত বাইডেন: চিকিৎসক 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫০| আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৫
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এখন ৮১ বছর। আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান তিনি। তবে বাইডেনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে উঠছে তার বয়স। এনিয়ে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে। এই পরিস্থিতিতে বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শারীরিকভাবে ফিট ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের উপযুক্ত।

বুধবার বাইডেনের স্বাস্থ্য নিয়ে ছয় পাতার রিপোর্টে এই কথা জানানো হয়েছে।

এর আগে বাইডেন বার্ষিক মেডিকেল টেস্টের জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে গিয়ে আড়াই ঘণ্টা ছিলেন। তার বিভিন্ন পরীক্ষা করা হয়।

তার চিকিৎসক কেভিন ও'কোনার জানিয়েছেন, বাইডেন ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীর নিয়ে নতুন করে উদ্বেগের কোনো কারণ ঘটেনি। প্রেসিডেন্টের শরীর ভালো আছে, তিনি সক্রিয় ও শক্তসমর্থ আছেন। তিনি সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন।

বাইডেনের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন কেন?

২০২১ সালে বাইডেন রেকর্ড করেছিলেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড। তখন বাইডেনের বয়স ছিল ৭৮ বছর। তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। জিতলে তিনি ৮৬ বছর বয়স পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন।

সম্প্রতি বাইডেনের স্মৃতিশক্তি নিয়ে বেশ কিছু রিপোর্ট সামনে এসেছে। এমন অভিযোগও উঠেছে, বাইডেনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে।

বাইডেন জানিয়েছিলেন, তার স্মৃতিশক্তি ভালো আছে। তিনি তার ছেলের মৃত্যুর বছর থেকে শুরু করে কোনো কিছুই ভোলেননি।

মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, বাইডেনের বিস্তারিতভাবে নিউরোলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে কোনোরকম অসঙ্গতি দেখা যায়নি। এই সংক্রান্ত কোনো রোগলক্ষণও তার নেই।

এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টের বয়স নিয়ে প্রায়ই কটাক্ষ করছেন। যদিও ট্রাম্পের বয়স এখন ৭৭ বছর।

সূত্র: ডয়চে ভেলে

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিক্সা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ায় এবার কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর উদ্ধার
সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা