সোনারগাঁয়ে স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৫| আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৩
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার ভট্টপুর গ্রামে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় ফুল চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর দাদা গত মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ফুল চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম।

এর আগে সকালে গ্রেপ্তারকৃতকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুপুরে ফুল চাঁন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা যায়, উপজেলার সোনারগাঁ পৌর এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারিবারিক প্রয়োজনে ফুল চাঁন মিয়ার বাড়িতে গেলে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে আরো দুই দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকালে পুনরায় ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিলে ভুক্তভোগী ওই ছাত্রী আত্মহত্যার হুমকি দেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে ফুল চাঁন মিয়া বাড়ি থেকে পালিয়ে যান।

এ ঘটনায় গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই ছাত্রীর দাদা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ধর্ষণের মামলায় র‍্যাব সদস্যরা চাঁন মিয়াকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা