সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই ​​​​​

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১৭:৪৭
অ- অ+

ফরিদপুরের সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে মানবপাচার হত্যার মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম মো. তুরাপ মোল্যা (৪৫) তিনি মাঝারদিয়া গ্রামের মৃত আনার উদ্দিন মোল্যার ছেলে।

মাঝারদিয়া গ্রামের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক হোসেন জানান, তুরাপ একজন আদম ব্যবসায়ী। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি মাঝারদিয়া গ্রামের নুর আলম নামে এক ব্যক্তিকে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তিনি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

তিনি আরও জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় ঈদগাহ মসজিদের সামনে থেকে সালথা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তুরাপকে গ্রেপ্তার করে। কিন্তু তুরাপের বড় ভাই হানিফ মোল্যা, কিরাম মোল্যা, ভাতিজা রহিম মোল্যা রিয়াজ মোল্যা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সময় তুরাপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়ে বের হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

বিষয় সালথা থানার এএসআই নাজমুল হোসেন বলেন, আমাদের উপর কোনো হামলা হয়নি। তুরাপকে গ্রেপ্তারের পর তার পরিবারের লোকজন এসে তুরাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তুরাপ ওঠে দৌড়ে পালিয়ে যায়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওই আসামিকে ধরতে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে।

(ঢাকা টাইমস/০১মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন আইজিপি
হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩
টঙ্গীতে পৃথকস্থানে ২ জনের মৃত্যু
নোয়াখালীতে ৩০ মণ জাটকা আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা