এবার ওয়ারীতে রেস্তোরাঁয় আগুন, ১৮ মিনিটে নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ২২:২৯| আপডেট : ০১ মার্চ ২০২৪, ২৩:৩৯
অ- অ+

এবার রাজধানীর ওয়ারীতে একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এ আগুন লাগে। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৮ মিনিটের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ওয়ারীতে পোস্ট অফিসের সামনে একটি রেস্টুরেন্টে আগুনে লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫ ইউনিট ঘটনাস্থলে যেয়ে রাত ১০টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেয়। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিভানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুনে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে।

(ঢাকাটাইমস/০১মার্চ/আরআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ, কেন এ ‘ব্ল্যাক আউট’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
আজ জাতীয় গণহত্যা দিবস, কী ঘটেছিল একাত্তরের সেই কালরাতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা