চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৪, ১৭:৫৯| আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৯:৩০
অ- অ+

দেশে ভোটারের নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত হওয়া তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১০০ জন। এর ফলে আগের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে দশমিক ২৬ শতাংশ। জাতীয় ভোটার দিবসউপলক্ষে শনিবার বিকালে এ তালিকা প্রকাশ করা হয়।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ হাজার ৬৪১ জন নারী, কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন পুরুষ ৯৩২ জন তৃতীয় লিঙ্গের

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় যথাসময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা যায়নি।

এর আগে গত ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন ছিল। ইসির ঘোষিত সময়ে বাড়ি বাড়ি ভোটারদের তথ্য সংগ্রহ করা হলেও সারা বছর সংশ্লিষ্ট উপজেলা, থানা নির্বাচন অফিসে গিয়ে বাংলাদেশি নাগরিকদের ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা কোটি ৭৬ লাখ হাজার ৭৪১ নারী ভোটারের সংখ্যা কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ২০২২ সালে ১৫-১৭ বছর বয়সি এবং ভোটারযোগ্য বাদ পড়া নাগরিকের তথ্য সংগ্রহ করে কমিশন।

(ঢাকাটাইমস/০২মার্চ/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা