বেইলি রোডে আগুন লাগা ভবনটির মালিক আমিন মোহাম্মদ গ্রুপ নয়: বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৪, ২২:৫৭| আপডেট : ০২ মার্চ ২০২৪, ২৩:১৯
অ- অ+

রাজধানীর বেইলি রোডে আগুন লাগা গ্রিনকোজি কটেজ ভবনটির মালিকানা অস্বীকার করেছে আমিন মোহাম্মদ গ্রুপ। একইসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আমিন মোহাম্মদ গ্রুপ পরিবার শোক জানিয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার আমিন মোহাম্মদ গ্রুপের জনসংযোগ প্রধান গাজী আহমেদ উল্লাহ্ স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে এ ঘটনায় একটি মামলা হয়েছে। উক্ত মামলায় যেহেতু আমিন মোহাম্মদ গ্রুপের নাম জড়ানো হয়েছে, তাই এ বিষয়ে গণমাধ্যমকে প্রকৃত তথ্য জানানো হচ্ছে। আমিন মোহাম্মদ গ্রুপের বক্তব্য হচ্ছে- গ্রীন কজিকটেজ বিল্ডিং-এর মালিক আমিন মোহাম্মদ গ্রুপ নয়। শুধু জয়েন্টভ্যানচারে নির্মাণ কাজটি (ডেভেলপার হিসেবে) আমিন মোহাম্মদ গ্রুপ সম্পন্ন করেছে। ২০১৫ সালে অর্থাৎ নয় বছর আগে ভবনটির নির্মাণ কাজ শেষ হলে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, এই নির্মাণ প্রক্রিয়ায় রাজউকের বিল্ডিং কোডসহ সংশ্লিষ্ট সব নিয়ম অনুসরণ করা হয়েছে। এছাড়াও বর্তমানে ভবনের কার্যক্রম পরিচালনাসহ সার্বিক তত্ত্বাবধান করছে গ্রীন কজিকটেজ স্পেস ওনার অ্যাসোসিয়েশন।

(ঢাকাটাইমস/০২মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশ
জবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গাবতলী পরিবহনের ১১ বাস আটক
ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইশরাকের হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা