দুর্বৃত্তের ছুরিকাঘাতে বগুড়ায় কলেজছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ০৮:৪২
অ- অ+

দুর্বৃত্তের ছুরিকাঘাতে বগুড়ায় আজহারুল ইসলাম শান্ত (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। পড়ালেখার পাশাপাশি বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করতেন তিনি।

শনিবার বিকালে শহরের কলোনি চক ফরিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং সৈয়দ আহমেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শান্ত ঘটনার আগে বাড়ি থেকে বের হয়ে শহরের কলোনি চক ফরিদ এলাকা দিয়ে যাচ্ছিলে। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হাসিবুল ইসলাম প্রান্ত বলেন, চার ভাইয়ের মধ্যে শান্ত সবার ছোট। দুই বছর ধরে শহরের কলোনি, ফুলতলা, বাদুরতলা ও চকফরিদসহ বেশ কয়েকটি এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করে আসছিল। সে চকফরিদ এলাকায় কোনো একটি ছাত্রাবাসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেত। আজও তার বন্ধু মোস্তাকিমকে সঙ্গে নিয়ে সেখানে যাওয়ার পথে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।

(ঢাকাটাইমস/০৩মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
ভারত-পাকিস্তানকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান চীনের
অন্যায় আবদার থেকে রেহাই চাইলেন আইজিপি
হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা