শিল্পী সমিতির পিকনিকে হাতাহাতির ভিডিও ভাইরাল! নেটদুনিয়ায় নিন্দার ঝড়

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ১৩:২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের পিকনিক যেন বিতর্কে মোড়া। সেখানে অনেক গুণী শিল্পীকেই দাওয়াত দেওয়া হয়নি- এমন অভিযোগে পিকনিকের দিন থেকেই বিতর্ক চলছে। তারই মাঝে রবিবার রাত থেকে নেটদুনিয়ায় ভাইরাল পিকনিকে কয়েকজন শিল্পীর হাতাহাতির ভিডিও।

এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে নেটদুনিয়ায়। অনেকে শিল্পী সমিতির এ পিকনিককে ‘সার্কাস পার্টি’ হিসেবে কটাক্ষ করেছেন। অনেকে হাতাহাতির সঙ্গে জড়িত শিল্পীদের ব্যঙ্গ করে বলেছেন, ‘এরা নাকি আবার শিল্পী।’ অনেকের আবার মন্তব্য, ‘জায়েদ খানের সাংগঠনিক দক্ষতাই ভালো ছিল।’

কিন্তু কী আছে ভাইরাল হওয়া ভিডিওতে? যার জন্য এত সমালোচনা?

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি শিল্পী সমিতির সদস্যদের ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। ৩ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে আরও দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন পুরুষ। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়।

দুইজনের বাকবিতণ্ডায় শেষ পর্যন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন। পিকনিকের আনন্দঘন মুহূর্তে হঠাৎ কী কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।

এর আগে জায়েদ খান অভিযোগ করেন, দুইবারের সাধারণ সম্পাদক হওয়ার পরও তাকে শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত দেওয়া হয়নি। এ নিয়ে চলে নানা সমালোচনা। এরপর জানা যায়, পিকনিক স্পটেই সভা বসিয়ে জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছেন বর্তমানের কাঞ্চন-নিপুণ কমিটি।

তবে শুধু জায়েদ খান নয়, এবারের পিকনিকে নাকি চলচ্চিত্র অঙ্গণের জ্যেষ্ঠ তেমন কোনো শিল্পীই উপস্থিত ছিলেন না। তাদেরকে দাওয়াত করা হয়নি, নাকি দাওয়াত পেয়েও নিজেদের বিতর্কের বাইরে রাখতে তারা উপস্থিত হননি, তা অবশ্য জানা যায়নি।

গত শনিবার ঢাকার অদূরে মানিকগঞ্জের প্রিয়াঙ্কা শুটিং হাউজে এবারের পিকনিকের আয়োজন করেছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন সাদিক, ইমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শুধু তাই নয়, আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান, যিনি শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন। তাকে এদিন সমিতির সদস্যপদ দেওয়া হয়। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক-প্রযোজক মো. ইকবাল এবং খোরশেদ আলম খসরু।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :