যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

নওগাঁর রাণীনগর থেকে আজাদুল ইসলাম (৪৩) নামে এক যুবককে অপহরণের পর নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে রাণীনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রিপন হোসেন (২৮) ও মো. আব্দুল জব্বারের ছেলে আব্দুল করিম (৩২)।
এর আগে রবিবার রাতে রাণীনগর উপজেলার উপর তালিমপুর গ্রাম থেকে ডেকে নিয়ে অপহরণ করে নন্দীগ্রামের গুলিয়া কৃষ্ণপুর গ্রামে নিয়ে যান। সেখানে রিপনের বাড়িতে আটকে রেখে আজাদুলকে নির্যাতনের পর মুক্তিপণ দাবি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আজাদুল ইসলাম একজন প্রবাসী ছিলেন। গত তিন বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। রবিবার রাতে আজাদুলের গ্রাম উপর তালিমপুরে ইসলামি জলসা হচ্ছিল। রাত ৯টার দিকে পার্শ্ববর্তী গ্রাম গুলিয়া কৃষ্ণপুরের রিপন ও করিম তাকে ফোন করে ইসলামি জলসায় ডেকে নেয়। এরপর রাত ১০টার দিকে ইসলামি জলসা থেকে বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে আজাদুলকে তারা মোটরসাইকেলে উঠিয়ে নেয়। পথে মোটরসাইকেলেই আজাদুলের মুখে কসটেপ ও চাকুর মুখে জিম্মি করে রিপনের বাড়িতে নিয়ে যায়। এরপর ওই বাড়িতে আজাদুলকে আটকে রেখে নির্যাতন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ওইদিন রাতেই স্থানীয় লোকজন নন্দীগ্রাম থানা পুলিশের সহযোগিতায় আজাদুলকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রিপন ও করিমকে গ্রেপ্তার করে পুলিশ।
অপহরণের শিকার আজাদুল ইসলাম বলেন, জলসা থেকে বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে তারা দুইজন আমাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর রিপনের বাড়িতে আমাকে আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ দাবি করেন। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আমি উদ্ধার হয়ে রাণীনগর থানায় মামলা করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে আজাদুল থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৬মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন