নতুন ধারাবাহিকে তানিন সুবহা 

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪, ১৩:৪৯| আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৪:৫৪
অ- অ+

ছোট-বড় দুই পর্দার পরিচিত অভিনেত্রী তানিন সুবহা। একসময় শোবিজে নিয়মিত কাজ করলেও দীর্ঘদিন পর্দায় উপস্থিতি নেই তার। লম্বা সময়ের বিরতি ভেঙ্গে কাজে ফিরছেন তিনি।

শনিবার রাজধানীর উত্তরায় ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি। এটি পরিচালনা করছেন নির্মাতা আকাশ রঞ্জন।

তানিন সুবহা বলেন, ‘লম্বা বিরতির পর শুটিং করছি, অভিনয়ে ফিরেছি। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি।’

জানা যায়, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।

তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা