স্তন ক্যানসারে আক্রান্ত হলিউড অভিনেত্রী অলিভিয়া

গত ১০ মাস ধরে স্তন ক্যানসারে আক্রান্ত হলিউড অভিনেত্রী অলিভিয়া মুন। এই সময়ের মধ্যে চারবার অস্ত্রোপচার হয়েছে তার। কিন্তু সব খবরই রেখেছিলেন গোপন। গত ১১ মার্চ ক্যানসার নিয়েই হাজির হয়েছিলেন ৯৬তম অস্কারের মঞ্চে।
তবে অবশেষে সব গোপনীয়তা ভাঙলেন অলিভিয়া নিজেই। গত বুধবার (১৩ মার্চ) এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যে, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত।
হাসপাতালে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ‘আয়রন ম্যান টু’ খ্যাত অলিভিয়া লেখেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার স্তন ক্যানসার শনাক্ত হয়।’
কঠিন সেই সময়ের কথা উল্লেখ করে ৪৩ বছর বয়সি অভিনেত্রী লেখেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার চারটি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এই সময়ে আমি ক্যানসার ও এর চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’
অলিভিয়া আরও লেখেন, বায়োপসির ৩০ দিন পর আমার একটি ডাবল ম্যাস্টেক্টমি করা হয়েছিল। ‘আশ্চর্যজনকভাবে, আমি মাত্র দুইবার কেঁদেছি। যদিও এটা কান্নার সময় ছিল বলে আমার মনে হয়নি।’ পোস্টে বন্ধু, পরিবার এবং তার সঙ্গী কৌতুক অভিনেতা জন মুলানিকে ধন্যবাদ জানান অলিভিয়া।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এজে)

মন্তব্য করুন