অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৪, ১৭:৩১
অ- অ+

বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত ৮১ বছর বয়সি মেগাস্টার অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অমিতাভকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে ব্লকেজ রয়েছে। সে কারণে শুক্রবারই বিগ বি’র অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে।

তবে এর ঘণ্টাখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লিখেছেন, ‘চিরকৃতজ্ঞ’। তার এই পোস্ট করার পরেই শোনা যাচ্ছে যে, অমিতাভ অসুস্থ।

গত বছর ভালো কাটলেও ২০২২ সালে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল বিগ বি’কে। ২০২২ সালে তার পায়ের শিরা কেটে যায়। সেই সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ।

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ এর শুটিংয়ের সময় একটি ধাতব টুকরোর দ্বারা তার পা কেটে যায় তার। এরপর প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারক সিকদার লিটন একদিনের রিমান্ডে
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা