চঞ্চল চৌধুরীর ছেলের সঙ্গে একই স্কুলে পড়েন মামুনুর রশীদ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪, ১০:১৬
অ- অ+

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধর সঙ্গে একই প্রাইমারি স্কুলের পড়ছেন খ্যাতিমান অভিনেতা মামুনুর রশীদ। তারা প্রতিদিন একসঙ্গে হাত ধরে স্কুলে যান, ক্লাস শেষে আবার ফেরেনও একসঙ্গে। কিন্তু এই বৃদ্ধ বয়সে মামুনুর রশীদকে কেন স্কুলে ভর্তি হতে হলো?

আসলে এটি বাস্তবের কোনো ঘটনা নয়, নাটকের। আসন্ন ঈদের জন্য পরিচালক এজাজ মুন্না নির্মাণ করছেন নাটক ‘ইতি তোমার আমি’। নাটকটি রচনা করেছেন বরেণ্য নাট্যকার বৃন্দাবন দাস। এই নাটকে শুদ্ধর দাদার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। যিনি চরিত্রের প্রয়োজনে স্কুলে যান নাতির হাত ধরে।

এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘গ্রামের বড়লোক জোতদারের চরিত্রে অভিনয় করেছি। বয়সে প্রবীণ হলেও তার একটা মেয়েকে ভালো লাগে। কিন্তু মেয়েটি একসময় জানায়, সে তো পড়ালেখা জানে না। তাকে সে ভালোবাসবে না। তাই সে নাতির হাত ধরে স্কুলে যায়।’

প্রবীণ এই অভিনেতা জানান, সাত পর্বের এই নাটকটির শুটিং চলছে গাজীপুরের পূবাইলে। টানা কয়েক দিন সেখানেই চলবে শুটিং।

নাটকটির কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘দাদা-নাতি দুজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ, প্রবল বন্ধুত্ব দুইজনের। শুদ্ধর টেলিভিশনে অভিনয় শুরু হলো বৃন্দাবনদার লেখা নাটক দিয়ে। দিব্য সৌম্যর পর শুরু হলো শুদ্ধর যাত্রা। ওরা সবাই আপনাদের আশীর্বাদকামী।’

জানা গেছে, আসছে ঈদুল ফিতরে নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারক সিকদার লিটন একদিনের রিমান্ডে
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা