যে কারণে এবার শিল্পী সমিতির নির্বাচন করবেন না নিরব

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪, ১৪:৪৫
অ- অ+

আগামী ২৭ এপ্রিল এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। সেই লক্ষে প্রস্তুত দুটি প্যানেল। একটি মিশা সওদাগর ও ডিপজলদের। অন্যটি আহমেদ শরীফ ও নিপুণ আক্তারদের। তবে এই নির্বাচনে কোনো প্যানেল থেকেই প্রার্থী হচ্ছেন না চিত্রনায়ক নিরব হোসেন।

গত নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রার্থী ছিলেন এই অভিনেতা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। এবার দুটি প্যানেল থেকে ডাক পেলেও কোনোটাতেই ভিড়তে রাজি নন নিরব। কিন্তু কেন? সিনিয়র সহকর্মীদের ডাকে কেন তিনি সাড়া দিচ্ছেন না?

এ প্রসঙ্গে নিরবের ভাষ্য, ‘প্রতিদিন এতো এতো কাজ করছি যে, এর মধ্যে আসলে শিল্পী সমিতির নির্বাচন করার টাইম নাই। আমাকে দুই প্যানেল থেকেই ডেকেছিল। কিন্তু আমার পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সময় নেই। কারণ ওটা আমার কাজ না। তাছাড়া কী হবে নির্বাচন করে? সেই পরিবেশটাও এখন নেই।’

নায়ক আরও বলেন, ‘বিদেশ গেলে প্রবাসীরা আগে মুভির খবর নিতো। এখন বলে শিল্পী সমিতির খবর কী? সাধারণ মানুষ ভাবে, এফডিসিতে এখন আর শুটিং হয় না, শুধু নির্বাচন হয়। এটা শুনে মোটেও ভালো লাগে না। আমি বিব্রত হই। যারা ফিল্মে কাজ করেন, তারা অনেকেই বিব্রত হন।’

নিরব আরও বলেন, ‘কাজ এবং নির্বাচনের মধ্যে যদি যেকোনো একটি অপশন নিতে বলা হয়, তাহলে আমি এদিক সেদিক না ভেবে আগে কাজকে বেছে নেব। এক যুগের বেশি আমার ফিল্ম ক্যারিয়ার। নিজেও নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু সত্যি বলতে এই সমিতি কখনো আমার কাজে লাগেনি।’

এদিকে, শুধু নিরব নন, শিল্পী সমিতির নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনও। এছাড়া এবার নির্বাচন করছেন না নিপুণ আক্তারদের প্যানেলের আরেক নির্বাচিত প্রার্থী এবং সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। প্রার্থী হচ্ছেন না চিত্রনায়িকা মৌসুমীও।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারক সিকদার লিটন একদিনের রিমান্ডে
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা