হত্যা চেষ্টা ও টাকা ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

রাজবাড়ি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ১০:০৪
অ- অ+

হত্যা চেষ্টা ও টাকা ছিনতাই মামলায় মো. রেজাউল করিম সরদার রেজা নামে এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে রাজবাড়ী আদালতে জামিন আবেদন করলে আদালতের বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম সরদার রেজা পাংশা পৌর শহরের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের খালেক শেখের ছেলে এবং রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর পাংশা পৌর শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ডে একটি মারামারি ও ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাপস কুমার পাল (৫০) নামের এক ব্যক্তি আহত হন। পরে তাপস কুমার পাল বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিগগিরই প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে: প্রেস সচিব
ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক
প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির
বাংলাদেশ-মিয়ানমার করিডোর: অর্থনৈতিক সম্ভাবনা ও ভূ-রাজনৈতিক বাস্তবতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা