চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৫:০৭

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বশির আলী একই গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জানান, প্রতিবেশী ফরিদের বাড়ির ছাদে ভুট্টা শুকাতে দিয়েছিলেন বশির। এ সময় ছাদের উপরে থাকা বৈদ্যুতিক তার বশির আলীর শরীরে লাগলে তিনি মাটিতে লুপিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মাআরিজ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আলী নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জেনেছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :