জামালপুরে ভূমিদস্যুতার অভিযোগে গ্রেপ্তার ৩

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১৯:০৩

জামালপুর পৌর এলাকার বগাবাইদ এলাকা থেকে ভূমিদস্যুতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন ওসি মোহাব্বত কবিরের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, জামালপুর পৌর এলাকার বিভিন্ন গ্রামে দীর্ঘদিন যাবৎ ধরে স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু এলাকার অসহায় নিরীহ লোকজনের জায়গা জমি দখল করে আসছিল। গত মার্চ বগাবাইদ গ্রামের ফয়সাল খান বাবুর পৈতৃক সম্পত্তি অবৈধভাবে সন্ত্রাসীদের দিয়ে দখল করতে গেলে ফয়সাল খান বাবুর স্ত্রীর তাহের জাহান মোবাইলে ভূমিদস্যুদের ছবি ধারণ করতে গেলে তাকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ঘটনা স্থলে উপস্থিত হলে তাকেও মারধর করলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনায় ফয়সাল খান বাবুর স্ত্রী বাদী হয়ে রিয়াদ হাসান খানসহ চিহ্নিত কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার ভোররাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-পৌরসভার চন্দ্রাঘুণ্টি গ্রামের আলম ওরফে গেনার ছেলে মামুন মিয়া, বগাবাইদ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আলী নাজম।

জামালপুর সদর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :