রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ১৬:৫৯
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

অনুষ্ঠানে সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নগদ অর্থ প্রদান ও পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধার সম্পাদক আব্দুল আজিজ, মাহবুবুর রহমান ভূঁইয়া মেহের, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কেএম রহমত উল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/৩১মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা