ঝিনাইদহে ৩৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

​​​​​​​ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৪, ২১:১৩| আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২২:২১
অ- অ+

আউশের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিফ/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এসব বীজ সার বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, সদর উপজেলা কৃষি অফিসার নূর--নবী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবিব, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ১টি পৌরসভার হাজার ৫শকৃষকদের মাঝে বীজ সার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
আ.লীগ নিষিদ্ধের দাবিতে টানা অবস্থান ও বিক্ষোভ এনসিপিসহ বিভিন্ন দলের
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা