উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৪, ১২:১১
অ- অ+

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস

সিলেট থেকে ছেড়ে এসে চট্টগ্রাম যাওয়ার পথে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার লংলা এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল বিকল হয়ে যায়।

পরে শুক্রবার (৫ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে এসে ১১টা ২০ মিনিটে ট্রেনটি কুলাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এখান থেকে ছেড়ে কুলাউড়া-লংলা স্টেশনের মধ্যবর্তী স্থানে গিয়ে বিকল হয়ে পড়ে। পরে কুলাউড়া লোকোশেড থেকে ইমার্জেন্সি ইঞ্জিন দিয়ে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা