ঢাকায় বৃষ্টির দেখা মিলতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ১৪:৫৭

চৈত্রের মাঝামাঝি সময় থেকেই তাপদাহে পুড়ছে নগরবাসী। তাপমাত্রা বেড়ে জারি হয়েছে ‘হিট এলার্ট’। তবে দিন কয়েকের মতো আজকের আবহাওয়াও স্বস্তিদায়ক। আকাশ মেঘলা থাকায় বৃষ্টির দেখাও মিলতে পারে। তবে বৃষ্টি হলেও পরিমাণে কম হবে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান ঢাকা টাইমসকে বলেন, “ঢাকার আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তবে হালকা বৃষ্টি হবে।”

‘সব মেঘ বৃষ্টি হয় না’ জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, “আকাশ মেঘলা থাকলেও সব মেঘে বৃষ্টি হয় না। তাই আকাশ মেঘলা থাকলেই বৃষ্টি হবে এমনটা নিশ্চিত বলা যায় না। এক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা যায়। তাই ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হতে পারে। তবে নিশ্চিত বলা যাচ্ছে না। বৃষ্টি হলেও কোন সময়টায় বৃষ্টি হবে এমনটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে সাত বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, এ সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/টিএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: আইএইএ প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী

রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদ, রেলের ভাড়া বাসের চেয়ে কম রাখার দাবি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন চালু, ৩ জেলায় সতর্কতা 

বাড়ল হজ ভিসার আবেদনের সময়

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ঝড়ের আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে: এডিবির আবাসিক প্রধান

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :