নির্মল কৃষ্ণ সাহার মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক প্রকাশ

নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ নির্মল কৃষ্ণ সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
মঙ্গলবার এক শোকবার্তায় সাধন চন্দ্র মজুমদার বলেন, নির্মল কৃষ্ণ সাহা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির দক্ষ সংগঠক। দুর্দিনে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখা একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদকে হারালো।
শোকবার্তায় খাদ্যমন্ত্রী নির্মল কৃষ্ণের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, নির্মল কৃষ্ণ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
(ঢাকা টাইমস/০৯এপ্রিল/এসএ)

মন্তব্য করুন