আটঘরিয়া কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: গালিব রহমান এমপি

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১৯:৫০

পাবনার-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরিফ এমপি বলেন, কৃষি ও মৎস্য নির্ভর অর্থনীতির আটঘরিয়া উপজেলায় কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে আটঘরিয়ার কৃষিকে আরও সমৃদ্ধশালী করে গড়ে তোলা হবে।

সোমবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি অধিদপ্তর আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খড়িতে-১ মৌসুমের উফসী আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় আটঘরিয়ার সকল কৃষকের উন্নয়নের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপজেলা কৃষি অফিসে সকল কর্মকর্তাদের কৃষকদের দোড়গোড়ায় সকল সেবা পৌঁছানোর জন্য নির্দেশ প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম বলেন, ‘আগামী অর্থবছর থেকে আটঘরিয়া থেকে পেঁপে, সিমসহ সকল প্রকার সবজি বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজিব আল মারুফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহাইমিন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম কামাল, আটঘরিয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক মো. দুলাল মৃধা, শ্রী বিপ্লব কুমার সেন প্রমুখ।

পরে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫ শতাধিক কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন উপ সরকার কৃষি কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :