চট্টগ্রামে এস আলম গ্রুপের ভোজ্যতেলের কারখানায় আগুন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ০৯:২৮| আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১১:১৭
অ- অ+

চট্টগ্রামের মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট কাজ করছে।

এর আগে গত ৪ মার্চ চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলমের সুগার রিফাইনারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনে গুদামে থাকা চিনির অন্তত ২০ শতাংশ পুড়ে যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
তদন্ত প্রতিবেদন: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা