৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঈদের ছুটিতে ঢাকায় বেড়াতে আসার পথে অভিনব কায়দায় মাদক (ইয়াবা) পাচারের চেষ্টাকালে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দক্ষিণ।
এ সময় পাচারকারীদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, চলমান ঈদুল ফিতরের ছুটিতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে ৩টি ভিজিলেন্স ও টহল টিম গঠন করেছে।
ঢাকার যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় খাগড়াছড়ি থেকে ঢাকায় আসা শান্তি পরিবহনের দুটি বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় দুটি বাস থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। একজনের কাছে ৩ হাজার এবং অপরজনের কাছে পাওয়া যায় দুই হাজার পিস ইয়ারা ট্যাবলেট। গ্রেপ্তারকৃতরা হলেন, চোকোথইন তনচংগ্যা (৩৫) মংকেথাইন তনচংগ্যা (২০)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে তারা গাজীপুরের জয়দেবপুর এলাকায় পৌঁছে দিতে যাচ্ছিল। প্রতি চালানে তারা ২০ হাজার টাকা করে পেত। ঈদের ছুটিতে ঢাকা শহরে ঘুরতে আসার পাশাপাশি নগদ অর্থের লোভে তারা ইয়াবা পাচারে জড়ায় বলে জানায়। পরিচয় লুকাতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে তারা কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান যায়। বান্দরবান থেকে নৌপথে রাংগামাটি পৌঁছায় এবং রাংগামাটি থেকে বাসে ফেনী আসে। পরে ফেনী থেকে বাস বদল করে খাগড়াছড়ির বাসে উঠে ঢাকায় আসে।
(ঢাকাটাইমস /১৩এপ্রিল/এএম/কেএ/এআর)

মন্তব্য করুন