হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বিএনপির কেন্দ্রীয় নেতা কাকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৪, ১৪:০৯
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে বর্তমানে কাকন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

মোর্শেদ বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনের রবিবার সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে তাৎক্ষণিক তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

ড. মোর্শেদ হাসান খান আরও জানান, ডা. কাকনের হার্টে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকরা তিনটি রিং পরিয়েছেন। ডা. কাকনের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডা. কাকনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেছেন।

এ কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার 
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা