ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১১:২২
অ- অ+

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দুই বাসের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কোদালধর এলাকার হিমালয় পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী। তিনি বলেন, শেরপুর-ময়মনসিংহ সড়কের কোদালধর এলাকায় ঢাকা থেকে আসা শেরপুরগামী ও শেরপুর থেকে ঢাকাগামী দুটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, রেকার দিয়ে খাদে পড়া বাস দুটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। বাসের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

(ঢাকা টাইমস/১৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
সাবেক মন্ত্রী তাজুলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা