নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৩:৩৫| আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৩:৫০
অ- অ+

বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জার্মান শাসক এডলফ হিটলারের চেয়েও ভয়ংকর।”

তিনি বলেন, “ইসরায়েল কারো কথা শোনে না, মানে না। এমনকি হোয়াইট হাউসের কথাও মানছেন না নেতানিয়াহু। তিনি হিটলারের চেয়ে ভয়ংকর। এ যুগের হিটলার নেতানিয়াহু।”

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যে দাম্ভিকতা দেখিয়েছিল সেটা আবার নতুন করে দেখা যাচ্ছে। হিটলারের চেয়ে ভয়ংকর হয়ে উঠছে ইসরায়েল। তারা নির্বিচারে গাজায় মানুষ হত্যা করছে, শিশুদের হত্যা করছে। ইসরায়েল কারো কথা শুনছে না, কোনো নির্দেশনা মানছে না। এমনকি হোয়াইট হাউসের কথাও মানে না ইসরায়েল। নেতানিয়াহুর দাপট সামনের দিনগুলোতে মনে হয় হিটলারকেও ছাড়িয়ে যাবে। নেতানিয়াহু হলেন এ যুগের হিটলার।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের সংকট সামাল দেওয়া কঠিন। ঈদে অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে।”

বাংলাদেশ গণতন্ত্র সূচকে পিছিয়েছে- মার্কিন রাষ্ট্রদূতের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমি মান্যবর রাষ্ট্রদূতকে বলব, আপনার দেশ গণতন্ত্র সূচকে কত ধাপ পিছিয়েছে?”

কাদের বলেন, “দ্রব্যমূল্য একটা সহনীয় অবস্থায় রাখার জন্য আমাদের প্রধানমন্ত্রী যে এফোর্ড দিচ্ছেন, তা বিরল। ঈদে অর্থপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে৷ অর্থ লেনদেনের যে গতিময়তা, তা আমাদের অর্থনীতিতে একটা গতিশীলতা নিয়ে এসেছে। সে সুফল পাচ্ছে দেশের মানুষ। ব্যাংকিং খাতে লেনদেন বাড়ছে। প্রধানমন্ত্রীর যে প্রয়াস তা বাস্তবায়নে আমরা তার নির্দেশনা মেনে চলব।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “এবার ঈদ পালন শেষে মোটামুটি স্বস্তিতে মানুষ কর্মস্থলে ফিরতে পারছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা