মাকে শায়েস্তা করতে শিশু সন্তানকে হত্যা!

বগুড়ার ৬ বছরের শিশু বন্ধন কুমার দাস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে বন্ধনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নিহত শিশুটির নানা সুকুমার দাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের শশীবদনী গ্রামে শিশু বন্ধন কুমার দাসকে তার নানার বাড়িতে গলাকেটে হত্যা করা হয়।
এর আগে গত মঙ্গলবার বন্ধন তার মা কাকলী রানীর সঙ্গে ঐ বাড়িতে বেড়াতে গিয়েছিল।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুকুমার জানিয়েছে, নিহত বন্ধনের মা তার আপন ভাগ্নি। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের কারণে শিশু বন্ধনের মাকে শায়েস্তা করতে সে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার বলেন, হত্যাকাণ্ডের পরপরই সুকুমারকে পুলিশ আটক করেছে। পরে তার দেখানো মতে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটার কাঁচি জব্দ করা হয়। তবে সুকুমারকে অনেকে মানসিক রোগী বলে দাবি করলেও তার স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন