‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:০০
অ- অ+

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না নাসুম আহমেদের। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলে যাচ্ছেন এই বাঁ-হাতি স্পিনার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিলেন সাদামাটা, চলমান ঢাকা প্রিমিয়ার লিগও ঠিকঠাক যাচ্ছিল না, তবে লিগ পর্বের শেষ রাউন্ডে এসে নিয়েছেন ফাইফার। ফলে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাঁহাতি এই স্পিনার।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই স্পিনার ফাইফারের প্রতিক্রিয়ায় জানিয়েছেন অনেক ক্ষুধা থেকে উইকেটগুলো নিয়েছেন তিনি, তবে তার পেট ভরেনি এখনো অর্থাৎ পাঁচ উইকেট শিকারেও নিজের প্রতি সন্তুষ্ট নন নাসুম।

‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। উইকেটের ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে পেতাম। কিন্তু প্রথম চার ম্যাচে মনে হয় আমি ২টা উইকেটে পেয়েছি। অনেক ইয়ে ছিল তারপর বোলিংয়ের তালিকা যখন দেখতাম, একদম তলানিতে আছি... তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমি যে, একটা ম্যাচ ক্লিক করব ইনশাআল্লাহ্।’

১১ ম্যাচে নাসুমের এখন ১৮ উইকেট, উইকেট শিকারির তালিকায় আছেন ৭ নম্বরে। নজরকাড়া ইকোনমি ৩.৫০। আজ ‘ক্লিক’টা করলেন, কিন্তু ক্ষুধা কী মিটেছে? নাসুমের জবাব, ‘পেট ভরেনি, সিক্স প্যাক হয়ে আছে।’

নাসুমের লক্ষ্য নিজের মতো করে এগিয়ে যাওয়ার, ‘আগের ছন্দে ফিরে এসেছি কি না এখনও বুঝতে পারিনি। আরও কয়েকটা ম্যাচ রয়ে গেছে। সবসময় যেভাবে চেষ্টা করি সেভাবেই চালিয়ে যাচ্ছি। লক্ষ্য থাকে ডট বল করা আর যত কম রান দেওয়া যায়। পাওয়ার-প্লেতে আমি কখনও চ্যালেঞ্জ নিতে চাই না। একটা জায়গায় বল করে যাই, (রান) যতটা আটকানো যায়। কখনও (নির্দিষ্ট সংখ্যক উইকেটের) লক্ষ্য নির্ধারণ করি না, ম্যাচ বাই ম্যাচ এগোতে থাকি। যেটা মনের মধ্যে থাকে, প্রকাশ করি না।’

উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নাসুম আরও বলেন, ‘উইকেট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বোলারদের পক্ষে ৪০ ভাগ, ব্যাটারদের পক্ষে ৬০ ভাগ। অবশ্যই ভালো আত্মবিশ্বাস পাওয়া যাচ্ছে। আজ ভালো পারফর্ম করেছি, পরের ম্যাচে আরও ভালো আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারব।’

এদিন আগে ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন নাসুমদের বোলিং তোপে ৩৪.৩ ওভারে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ সমান ৪৫ করে রান করেন মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস। বিপরীতে মোহামেডানের হয়ে ২২ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন নাসুম, মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট। জবাবে রানতাড়ায় মোহামেডান মাত্র ২৩.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে ব্রাদার্সের লক্ষ্য পেরিয়ে যায়। অধিনায়ক ইমরুল কায়েস সর্বোচ্চ ৯২ রান করেন।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও বাড়ল গুম কমিশনের মেয়াদ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
রমেকে টিটেনাস সংক্রমণের কারণে আইসিইউ সেবা বন্ধ
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একসঙ্গে কাজ করবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা