দিল্লির কালকাজী ডিডিএ ফ্লাটসের বাঙালিদের বর্ষবরণ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ১৩:০৯
অ- অ+

দিল্লিতে কালকাজী ডিডিএ ফ্লাটসে বাঙালিদের প্রতিষ্ঠান শিব মন্দির সোসাইটির উদ্যোগে এল-২ ব্লকের দুর্গাপুজা ময়দানে সাড়ম্বরে উদযাপিত হলো বর্ষবরণ উৎসব।

শনিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অগ্নিভ ঘোষ, চিত্তরঞ্জন পার্ক কালীমন্দির সোসাইটির সভাপতি ডাক্তার শীর্ষেন্দু মুখার্জি।

অনুষ্ঠানের সঞ্চালক বলেন, “ডিডিএ ফ্লাটস কালকাজীর বাঙালিদের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের একটা আত্মিক সম্পর্ক আছে।”

মঞ্চে স্থানীয় শিল্পীদের ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের সঙ্গে শাবান মাহমুদ এবং অন্যান্য অতিথি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। মুখ্য অতিথি মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রশান্ত কুমার পাত্র।

শাবান মাহমুদ তার বক্তব্যে বিশ্ব শান্তির জন্য ভারত ও বাংলাদেশের মিলিত প্রচেষ্টার কথা, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলা সারেগামাপার ২০১৫ সালের শ্রেষ্ঠ গায়ক সৌম্য চক্রবর্তীর গান।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অগ্নিভ ঘোষও অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দ ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলা থেকে ১৫০০ কিলোমিটার দূরে অবাঙালি পরিবেশে থেকেও কালকাজী ডিডিএ ফ্লাটসের বাঙালিরা যেভাবে বাংলা ভাষা সংস্কৃতিকে ধরে রেখেছে তা খুবই প্রশংসনীয় এবং আনন্দের।”

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব প্রধান উপদেষ্টার
বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন: তারেক রহমান
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ও বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা