নিয়ামতপুরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২১:২৬

নওগাঁর নিয়ামতপুরে পৃথক ঘটনায় এনজিও কর্মীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ও রবিবার বেলা সাড়ে ১১টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বেসরকারি এনজিও সংস্থা আশার অফিস সহায়ক আব্দুল খালেক (৪৫) ও কৃষক চণ্ডু বাসকি (৫১)।

আব্দুল খালেক এনজিও আশার নিয়ামতপুরের ছাতড়া বাজার শাখায় কর্মরত ছিলেন। তিনি ওই উপজেলার চন্দননগর ইউনিয়নের বিষ্ণপুর (খরপা) এলাকার মৃত শাখাওয়াত আলীর ছেলে।

রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ওই শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জাকিরুল হোসেন জাকির ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।

অপর এক ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির জেরে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে রাগ ও ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চন্ডু বাসকি (৫১) নামের এক কৃষক।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, উভয় ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :