চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৭| আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৩
অ- অ+

সমীকরণটা সহজ ছিল। মিলান ডার্বি জিতলেই লিগ শিরোপাও জেতা হয়ে যাবে ইন্টার মিলানের। চলতি মৌসুমের ফর্ম দেখে সবাই একটা অনুমান করতে পেরেছিল এই মিলান ডার্বিতে কে জিতবে। হলোও তাই। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২০তম বারের মতো শিরোপা জিতলো ইন্টার মিলান। এবারের শিরোপা লাউতারো মার্টিনেজরা জিতেছেন ৫ ম্যাচ বাকি থাকতেই।

সোমবার (২২ এপ্রিল) সান সিরোতে মিলান ডার্বিতে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। এই জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই দুই মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলল ইনজাঘির দল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ইন্টার মিলান। গোল পেতেও খুব একটা সময় লাগেনি তাদের। শুরু থেকেই চাপে রেখেছিল এসি মিলানকে। তারই সুফল পাওয়া গেল ১৮ মিনিটে। এসি মিলানেরই সাবেক তারকা ফ্রান্সিসকো এসেরবি কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে ইন্টারকে লিড এনে দেন। ডি মার্কোর কর্নারে মাথা ছুঁইয়ে বল এসেরবির মাথার কাছে পৌঁছে দেন বেঞ্জামিন পাভার্ড। তাতেই লিড নেয় নেরাজ্জুরিরা।

২৫ মিনিটেই লিড দ্বিগুণ করতে পারত তারা। তবে ডি মার্কোর বাড়ানো বলে অবিশ্বাস্য এক সুযোগ মিস করেছেন ইন্টারের আর্জেন্টাইন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। আক্ষেপ ছিল এসি মিলানেরও। রাফায়েল লেয়াও দুর্দান্ত শট নিয়েছিলেন। তবে সেটা ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক ইয়ান সমার। ৩৮ মিনিটে মার্কাস থুরামের শট গোলবারে লেগে ফিরে আসে। ৪০ মিনিটেই ফের ইন্টারের ত্রাতা সমার। ক্যালিব্রিয়ার শট ফিরিয়ে দেন তিনি।

বিরতির পর ফিরেই বক্সের বাইরে থেকে দর্শনীয় এক গোল করেন মার্কাস থুরাম। সান সিরোতে তখন ইন্টার সমর্থকরা মেতে উঠেছেন শিরোপার উৎসবে। এরপর এসি মিলান একাধিক সুযোগ তৈরি করেও গোলের খাতা খুলতে পারেনি।

ম্যাচের ৮০ মিনিটে সামু চুকওয়েজের ক্রসে হেড করেন লেয়াও। বল ক্রসবারে লেগে চলে আসে ফুকায়ো তোমোরির সামনে। সেখান থেকে হেডে ব্যবধান কমান এই ইংলিশ ডিফেন্ডার। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই শিরোপা উৎসব করে ইন্টার।

৩৩ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৮৬। সমান ম্যাচে দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৬৯। পরের পাঁচ ম্যাচ জিতলেও এসি মিলানের পয়েন্ট হবে ৮৪। ইন্টারকে টপকে যাওয়ার আর সম্ভাবনা থাকছে না এসি মিলানের। নিজেদের ২০তম লিগ শিরোপার উৎসব তাই গতকাল থেকেই শুরু করেছে নেরাজ্জুরিরা।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা