যশোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৪, ১৩:৩১| আপডেট : ০২ মে ২০২৪, ১৩:৫৮
অ- অ+

যশোরের মনিরামপুর উপজেলার একটি ধানখেত থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ঝাপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে খেতমালিক আইয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশে মাঠে যান। মাঠের এক প্রান্তের শ্রমিকরা ধান কাটার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এসময় জমির মালিক ধানখেত পরিদর্শন করতে গিয়ে খেতের অপরপ্রান্তে ওই যুবকের মরদেহ দেখতে পান। তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজির হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য ঝাপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। নিহত যুবকের বুকে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ ও রক্ত রয়েছে। এ খবর পেয়ে যশোর থেকে র‌্যাব, ডিবি ও পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মনিরামপুরের ঝাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জিব কুমার জানান, দুর্বৃত্তরা ওই যুবককে বাইরে থেকে ধরে এনে হত্যা করার পর মরদেহ ওই ধানখেতে ফেলে পালিয়ে যায় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন।

(ঢাকা টাইমস/০২মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা