আনার হত্যা: আদালতে আসামিদের পক্ষে নেই আইনজীবী, শিলাস্তি বললেন ‘কিছু জানি না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৪, ১৭:১৩
অ- অ+

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা মামলায় বাংলাদেশে গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমানসহ তিনজনকে আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালতশুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল জানান, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠানো হয় তিন আসামিকে। এ সময় অঝোরে কান্না করেন সিলাস্তি রহমান। রিমান্ড শুনানির একপর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন, ‘আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি? এসব বিষয়ে আমি কিছু জানি না।’ অন্য দুই আসামি আদালতে কোনো কথা বলেননি।

রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম আদালতের কাছে আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এসময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয় তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না শুনানি শেষে বাংলাদেশে গ্রেপ্তারকৃত সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল ভূঁইয়া শিলাস্তি রহমান প্রত্যেকেই আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পুলিশের উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন

এর আগে বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল ভূঁইয়া শিলাস্তি রহমানকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১২ মে সন্ধ্যা ৭টার দিকে ভারতের কলকাতায় যান সেখানে তার পূর্বপরিচিত বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন ১৩ মে বেলা ২টার দিকে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপালের বাসা থেকে বের হন আনোয়ারুল আজীম ওইদিন সন্ধ্যায় বাসায় ফিরবেন বলে গোপালকে জানালেও আর বাসায় ফেরেননি এরপর ১৮ মে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গোপাল বিশ্বাস ২২ মে তার খুন হওয়ার খবর প্রকাশ হয় গণমাধ্যমে

(ঢাকাটাইমস/২৪মে/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা