আদালতের আদেশ মানা বাধ্যতামূলক, ইসরায়েলের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৪, ১২:৪৬| আপডেট : ২৫ মে ২০২৪, ১৪:৪২
অ- অ+

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ মানা বাধ্যতামূলক এবং সব পক্ষ অবশ্যই তা মেনে চলবে।

জাতিসংঘের শীর্ষ আদালত রাফায় ইসরায়েলি অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার পর শুক্রবার গুতেরেস একথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

জাতিসংঘপ্রধান জোর দিয়ে বলেন, আদালতের আদেশ মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সব পক্ষই আদালতের এ রায় মেনে চলবে।

শুক্রবার নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত’— আইসিজে ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক হামলা বন্ধ করার নির্দেশ দেন।

রায়ে গাজার মানবিক পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজ (আইসিজে) এর প্রধান বিচারক নওয়াফ সালাম।

তিনি বলেন, ‘ইসরায়েলের কথা বিশ্বাসযোগ্য নয় যে, গাজা অধিবাসীদের নিরাপত্তা এবং মানবিক প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এর কোনো প্রমাণ (ইসরায়েলের দাবির) নেই।’

তবে নেতানিয়াহুর ইসরায়েলি সরকার এই রায় প্রত্যাখ্যান করে হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

(ঢাকাটাইমস/২৫মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ
ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার
সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা
সিজিএস-এর নতুন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক পারভেজ করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা