সিরিজ হারের পর দলের অবস্থা কেমন ছিল, জানালেন তানজিদ তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১১:২৬
অ- অ+

আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে এই সিরিজটি সুখকর হয়নি টাইগারদের। বিশ্বের নবীনতম দেশটির কাছে টানা টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ায় নাজমুল শান্তর দল, আর গতকাল (শনিবার) শেষ ম্যাচ জিতে এড়িয়েছে হোয়াইটওয়াশ। সিরিজ হার নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তৃতীয় ম্যাচে ফিফটি করা ওপেনার তানজিদ হাসান তামিম। ক্রিকেটারদের মন ভাঙলেও, এটিকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন তিনি।

সিরিজ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের এই প্রতিনিধি বলেন, ‘ম্যাচ হারের পেছনে ভ্রমণক্লান্তি বা বেশি খেলা– এমন কিছুই ছিল না। আমরা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি। প্র্যাকটিসের সুবিধাও ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং প্রস্তুতি নিতে পেরেছি। তবে প্রথম দুই ম্যাচে আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আজকের ম্যাচে প্রত্যেক জায়গায় প্ল্যান কাজে লাগাতে পেরেছি। আগের দুই ম্যাচে প্ল্যান কাজে না লাগানোয় হেরেছি।’

তামিম আরও বলেন, ‘প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৪ রান লাগত (আসলে ৫৫), সেখানে আমরা বোলাররা ব্যর্থ হয়েছি। আমাদের যে বোলিং করা উচিৎ ছিল, আমরা তা করতে পারিনি। পরের ম্যাচে আমাদের কম বলে কম রান দরকার ছিল, কিন্তু আমরা উইকেট হারাইছি। ওভারল আমাদের দলের যে প্ল্যান ছিল, যেভাবে খেলা উচিৎ ছিল, আমরা কেউই তা খেলতে পারিনি, এজন্যই দুই ম্যাচে আমরা হারছি।’

এই সিরিজ থেকে প্রাপ্তির কথাও জানালেন তামিম, ‘আমি বলব আমরা পুরো একটা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি, কারণ সামনে বড় টুর্নামেন্ট আছে বিশ্বকাপ। আমার কাছে হার-জিত দুইটাই আসলে প্রস্তুতির মধ্যে রাখাই ভালো। এখানে ইতিবাচক-নেতিবাচক দুইটাই হয়েছে যেটা সামনে কাজে লাগবে আমাদের।’

সিরিজ হারের পর দলের অবস্থা কেমন ছিল তা জানিয়ে তরুণ এই ওপেনার বলেন, ‘আসলে হতাশ না, সবারই মন খারাপ ছিল, প্রত্যেকটা হারই খারাপ লাগে, সবার মন খারাপ ছিল। দুই ম্যাচে হারার পর আমরা সবাই মিলে বসে আলোচনা করেছি, কেন প্ল্যানটা কাজে লাগাতে পারছি না। আমরা সবাই মিলে শান্ত থাকার চেষ্টা করছি। আজকে এটাই চেষ্টা করেছি আমরা সবাই এসব পরিস্থিতিতে কীভাবে ঠাণ্ডা থেকে নিজেদের প্ল্যান কাজে লাগাতে পারি। আল্লাহর রহমতে সবাই আজকে সেটা করতে পারছে।’

(ঢাকাটাইমস/২৬মে/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ জুলাই স্মরণ অনুষ্ঠিত
ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু  
কসবায় ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক, যুবকের ছয় মাসের কারাদণ্ড
আগামীকাল ​​​​​​​জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয় শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা