কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপারকে সতর্ক করল সরকার

যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুর রহমানকে সতর্ক করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২-এর (বর্তমানে প্রেষণ আদেশে যুক্তরাজ্যে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত) অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান ২০২৩ সালের ২২ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত (৫৬ দিন) কর্মস্থলে অনুপস্থিত কালকে ভূতাপেক্ষভাবে বহিঃবাংলাদেশ ছুটি (অর্জিত ছুটি) হিসাবে মঞ্জুর করা হলো। একই সঙ্গে এ বিষয়ে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ আদেশ জারি করা হলো।
(ঢাকাটাইমস/২৬মে/এসএস/কেএম)

মন্তব্য করুন