রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর কদমতলী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২।
বুধবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. রুবেল ২০১৮ সালের ১৮ মে মাদক বিক্রয়ের সময় ১১০ হেরোইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তারকৃত রুবেল ৬ মাস জেলহাজতে থাকার পর আদালত থেকে জামিনে নিয়ে মুক্তি পান। এরপর আদালতে হাজিরা নিয়মিত দেননি তিনি।
র্যাব জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামি পলাতক থাকা অবস্থায় আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে মো. রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পরে কদমতলী থানার ওসির অধিযাচনপত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার আনুমানিক ৫টা ১৫ মিনিটে কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
(ঢাকাটাইমস/২৯মে/এফএ)

মন্তব্য করুন