৪৯.৯ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে দিল্লি, সর্বকালের সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৪, ১৬:১৪| আপডেট : ২৯ মে ২০২৪, ১৬:৩৯
অ- অ+

তীব্র দাবদাহে পুড়ছে উত্তর ও মধ্য ভারত। বিস্তীর্ণ এলাকাজুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহ চলছে, বিশেষ করে রাজধানী দিল্লিতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কর্মকর্তাদের মতে, মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার নয়াদিল্লির দুটি এলাকায় তাপমাত্রা ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস (১২১.৮ ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। অন্যদিকে পশ্চিম রাজস্থানের চুরু জেলায় ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, গত প্রায় ১৮ দিন ধরে রাজস্থানে প্রবল তাপপ্রবাহ চলছে। আর রাজস্থানের দিক থেকে গরম বাতাস প্রবেশ করে রাজধানী দিল্লির তাপমাত্র আরও বাড়িয়ে দিচ্ছে, যা স্বাভাবিকের থেকে নয় ডিগ্রি বেশি। মুঙ্গেশ্বর, নারেলা, নজফগড়, পিতমপুরা, পুশা, জফরপুরে হিটওয়েভের সর্বাধিক প্রভাব পড়েছে।

এদিকে ভারতের আরও এক রাজ্য হরিয়ানার সিরসায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

আবহাওয়া অফিস বলেছে, আগামী ৩০ মে থেকে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে ‘তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ’ অবস্থা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

(ঢাকাটাইমস/২৯মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা