দিনাজপুরের তিনটি উপজেলায় কে কত ভোট পেয়ে জিতলেন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ৩০ মে ২০২৪, ১০:০৩

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের তিনটি উপজেলায় ইমদাদ সরকার, সুনীল কুমার সাহা ও সহিদুজ্জামান শাহ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফলে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলায় মোটর সাইকেল প্রতীকে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ৫৫ হাজার ৬৪ ভোট পেয়ে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ পেয়েছেন,১৮ হাজার ৩১৩ ভোট।

সদর উপজেলা নির্বাচনে ভোট পড়েছে, ২০ দশমিক ৬ শতাংশ।

চিরিরবন্দর উপজেলায় দোয়াত-কলম প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মোস্তাফিজুর রহমান ফিজার পেয়েছেন ১৯ হাজার ১৪৯ ভোট।

এছাড়া হেলিকপ্টার প্রতীকে অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল পেয়েছেন ১৭ হাজার ৬২৯ ভোট, মোটরসাইকেল প্রতীকে জ্যোতিশ চন্দ্র রায় ১২ হাজার ৪৭৬ ভোট ও আনারস প্রতীকে বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট।

খানসামা উপজেলায় আনারস প্রতীকে সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ৩৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ পেয়েছেন ২১ হাজার ৪৮৮ ভোট।

হেলিকপ্টার প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো.সফিউল আযম চৌধুরী লায়ন পেয়েছেন ১৩ হাজার ২০৮ ভোট ও মোটরসাইকেল প্রতীকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.সাইফুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৩০৩ ভোট।

খানসামা উপজেলা নির্বাচনে ভোট পড়েছে, ৩২ দশমিক ৯৪ শতাংশ।

অন্যদিকে চিরিবন্দরে ভাইস চেয়ারম্যান পদে সুমন দাস বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৪৯ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন মাইক প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১০৩ ভোট এবং মো. জামাল উদ্দিন মুহুরী (তালা) পেয়েছেন ৫৯৬৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা বানু প্রজাপতি প্রতীকে ৪৪ হাজার ৫২৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরুবালা রায় কলস প্রতীকে ২৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। এছাড়া ওয়াজিদা বেবী ফুটবল প্রতীকে ১৬ হাজার ৯৪৮ ভোট ও পূর্ণিমা মোহন্ত পদ্মফুল প্রতীকে ৮ হাজার ৩২৩ ভোট পেয়েছেন।

চিরিবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার এ এস এম সাইফুর রহমান জানান, চিরিরবন্দর উপজেলায় ২ লাখ ৫৮ হাজার ৩৮৯ ভোট রয়েছে। এর মধ্যে ৯৫টি কেন্দ্রে ভোটাররা ৯৯ হাজার ১২৪ ভোট প্রদান করে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সহিংস ঘটনা ঘটেনি এই নির্বাচনে।

(ঢাকাটাইমস/৩০মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :