শ্রীপুরে আগুনে পুড়ে ছাই ১৮ ঘর

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে আগুন লেগে ১৮টি টিনশেড ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের কয়েস মিয়ার ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক কয়েস মিয়া জানান, মাওনা উত্তরপাড়া গ্রামের ২৪টি টিনশেড কক্ষ তৈরি করে তা স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে বাড়িতে আগুন লাগার খবরে তিনি ঘটনাস্থলে আসেন। আগুনে তার ১৮টি টিনশেড ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় মেঘনা কারখানার পানি সরবরাহ করা হয়। তাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। ঘর ভাড়া নেওয়া শ্রমিকরা কারখানায় ডিউটিরত থাকায় আগুনে বসতঘরে থাকা খাট, টেলিভিশন, ফ্রিজসহ বসতঘরের আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম ঢাকা টাইমসকে জানান, বসতবাড়িতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
(ঢাকা টাইমস/৩০মে/এসএ)

মন্তব্য করুন