তাহিরপুরে ভারতীয় চিনি জব্দ, ধরাছোঁয়ার বাইরে চোরাকারবারিরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা চিনির চালান জব্দ করেছে এলাকাবাসী। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে চোরাকারবারিরা।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর বাজার সংলগ্ন পাটলাই নদী থেকে এসব চিনি আটক করা হয়।
খোঁজ নিয়ে গেছে, দীর্ঘ দিন ধরে সীমান্তের চিহ্নিত চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ পথে বিনা শুল্কে কয়লা, বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাঁজা, ইয়াবা, কসমেটিকস ও ভারতীয় চিনি আনছিল। শুক্রবার উপজেলার পাটলাই নদী দিয়ে চিনির চালান বোঝাই একটি নৌকা পাচার করার সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে ইঞ্জিন চালিত নৌকাসহ ১৮টি চিনির বস্তা আটক করে। পরে পুলিশকে খবর দিলে চিনিসহ নৌকা থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন সীমান্তের চিহ্নিত চোরাকারবারিরা একটি সিন্ডিকেট তৈরি করে পুলিশ ও বিজিবির নাম ভাঙিয়ে ভারতীয় মালামাল অবৈধভাবে এনে উপজেলার বাগলী, লালঘাট, কলাগাঁও, চারাগাঁও, লাকমা, জঙ্গলবাড়ি ও টেকেরঘাট সীমান্ত এলাকার বিভিন্ন বাড়ি ঘরে এনে রাখছিল। পরে সময় আর সুযোগ বুঝে পাটলাই নদী পথে ও সড়ক পথে পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পাচার করে। এর একটি অংশ তাহিরপুর উপজেলা সদরেও প্রবেশ করে। এরপর উপজেলার সদরের বিভিন্ন দোকানে, সুলেমানপুর, লামাগাঁও, পন্ডুব, বালিজুরী, আনোয়ারপুরসহ বিভিন্ন বাজারে পাচার করা হয়। তাদের এ কর্মকাণ্ডে মাদক ও ভারতীয় চিনিতে সয়লাব হয়ে গেছে উপজেলার সর্বত্র।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, মালিকবিহীন নৌকাসহ ভারতীয় ১৮টি চিনির বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর সঙ্গে জড়িতদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/পিএস)