মাদারীপুরে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু
মাদারীপুরের ডাসারে ইজিবাইকের চাপায় লুচন বিশ্বাস নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শশিকর বাজারের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লুচন বিশ্বাস ডাসার উপজেলার দক্ষিণ শশিকর এলাকার লিটন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু লুচন বিশ্বাস শনিবার দুপুরে শশিকর বাজারের পূর্বপাশে বটতলা মন্দিরের কাছে রাস্তা পার হতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় ইজিবাইকের চাকা শিশুটির মাথার ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ভাসাই শিকদার বলেন, ‘মৃত্যুর খবর পেয়েছি। তবে ইজিবাইক ধরা যায়নি।’
(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/এসআইএস)
মন্তব্য করুন