বিসিএসআইআর-এ পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযান-২০২৪

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জুন ২০২৪, ১৬:০০
অ- অ+

বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ গবেষণার ক্ষেত্র তৈরি করে সবুজ পৃথিবী সৃষ্টির প্রত্যয় নিয়ে বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানমন্ডি ক্যাম্পাসে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযান-২০২৪।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

উদ্বোধনকালে তিনি বিসিএসআইআর-এর বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘নতুন প্রজন্মের জন্য সুস্থ ও সবুজ পৃথিবী সৃষ্টির লক্ষ্যে বৃক্ষ রোপণের বিকল্প নেই।’ এ সময় একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন মো. আফতাব আলী শেখ।

এরপর ঢাকা গবেষণাগারের পিএসও ড. আহসান হাবিবের তত্ত্বাবধানে বৃক্ষ রোপণ অভিযানে বিসিএসআইআর-এর বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (প্রশাসন) ও সদস্য (উন্নয়ন) এবং বিভিন্ন গবেষণাগারের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।

(ঢাকাটাইমস/০৫জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা