বিসিএসআইআর-এ পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযান-২০২৪

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জুন ২০২৪, ১৬:০০
অ- অ+

বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ গবেষণার ক্ষেত্র তৈরি করে সবুজ পৃথিবী সৃষ্টির প্রত্যয় নিয়ে বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানমন্ডি ক্যাম্পাসে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযান-২০২৪।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

উদ্বোধনকালে তিনি বিসিএসআইআর-এর বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘নতুন প্রজন্মের জন্য সুস্থ ও সবুজ পৃথিবী সৃষ্টির লক্ষ্যে বৃক্ষ রোপণের বিকল্প নেই।’ এ সময় একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন মো. আফতাব আলী শেখ।

এরপর ঢাকা গবেষণাগারের পিএসও ড. আহসান হাবিবের তত্ত্বাবধানে বৃক্ষ রোপণ অভিযানে বিসিএসআইআর-এর বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (প্রশাসন) ও সদস্য (উন্নয়ন) এবং বিভিন্ন গবেষণাগারের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।

(ঢাকাটাইমস/০৫জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা