রো‌হিঙ্গা নেতা ম‌হিবুল্লাহ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডসহ ৫ জন আটক

উখিয়া প্রতিনিধি (কক্সবাজার), ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৪, ২২:২৮
অ- অ+

কক্সবাজা‌রের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত রো‌হিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শ‌হিদুল ইসলাম ওরফে মৌলভী আকিজসহ ৫ জন‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব- ১৫।

রবিবার দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত আবুল বাশার প্রকাশ মৌলভী নাছেরের ছেলে শহিদুল ইসলাম (৫০), ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে ফয়সাল প্রকাশ মাস্টার ফায়সাল (২৮), ২০ নম্বর ক্যাম্পের এর মৃত মৌলভী রহমত উল্লাহর ছেলে হাফেজ ফয়েজুর রহমান (২৪), বালুখালী ক্যাম্প-৮ ই ব্লক-বি ৪৪ এর মৃত করিম উল্লাহর ছেলে সালাম প্রকাশ মাস্টার সালাম (২০), ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর আনু মিয়ার ছেলে জুবায়ের (২৪)।

এরমধ্যে শহিদুল ক্যাম্পে আলোচিত সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি জ‌ড়িত থাকা, ক‌্যা‌ম্পে অস্থিরতা তৈরি, হত্যা, অস্ত্র, অপহরণসহ প্রায় ২১টির মামলার আসামি।

অভিযানকা‌লে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, ৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

সংবাদ মাধ‌্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান প‌রিচালনা ক‌রে তা‌দের‌কে আটক করে থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।’

উল্লেখ, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে ২০২৩ সালে ৬৪ জন এবং চলতি বছরে এ পর্যন্ত ২৩ জন হত্যার শিকার হয়েছেন।

(ঢাকাটাইমস/১০/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা