বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৪, ১৪:১১
অ- অ+

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন-ভাতার দাবিতে প্রায় ২ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে এ অবরোধ করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যান তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ ঈদে তাদের বেতন ও বোনাস দিচ্ছে না। বিষয়টি নিয়ে মালিক পক্ষের সঙ্গে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করা হয়েছে। গত জানুয়ারি মাসেও এটা নিয়ে মহাসড়ক অবরোধ হয়েছিলো। তারপরেও বারবার একই কাজ করছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ তাদের কোনো কথা শুনতে নারাজ। বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে জানতে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুপাশে ৮-১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকা টাইমস/১৪জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা এসএসসিতে জিপিএ-৫ পেয়ে নজর কাড়লো
বিজিবি'র ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি, শপথ নিল ৬৯৪ নবীন সৈনিক
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে—আট মাসের গর্ভে থাকা শিশুটিও হারিয়ে গেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা