বোয়ালমারীতে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত স্কুলছাত্রের নাম আলিফ মোল্যা (৯)। সে উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের পোশাক শ্রমিক জাহিদুল ইসলাম মোল্যার ছেলে। আলিফ সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী সার্কেল এএসপি ইমরুল হাসান ও থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আলিফ নিখোঁজ হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতৈর ফকির ভিটা বিলের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। যেহেতু শিশুটি নিখোঁজ ছিল তাই মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/১৪জুন/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন