মাগুরায় মাইক্রো-নছিমন সংঘর্ষ, প্রাণ গেল একজনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৪, ১৭:০১
অ- অ+

মাগুরায় মাইক্রোবাস ও ধানবাহী নছিমন মুখোমুখি সংঘর্ষে নিজামউদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাস যাত্রী ছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের কামারখালী ধায়ামাসী জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নিজামউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিজামউদ্দিনের স্ত্রী, ছেলে ও মেয়ে আহত হন। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত নিজামউদ্দিনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার মনহরপুর গ্রামে। তার বাবার নাম মৃত নুরউদ্দিন মিয়া।

নিজামউদ্দিনের ছেলে মাহমুদ হাসান রাহুল জানিয়েছেন, তারা রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি মাইক্রোবাসে গ্রামের বাড়ি মনহরপুরে যাচ্ছিলাম। পথে ফরিদপুরের কামারখালি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। মায়ের অবস্থা কিছুটা খারাপ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানিয়েছেন, মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৮জুন/এসএস/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা