বাড়ছে হাকালুকি হাওরের পানি, ডুবে যাচ্ছে সিলেট-কুলাউড়া রেলপথ

মৌলভীবাজারের হাকালুকি হাওরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিদিন বাড়ছে পানি। ডুবে যাচ্ছে একের পর এক গ্রাম। অনেক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্যা কবলিত। এমনকি কবরস্থানেও পানি। সর্বশেষ পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে রেলপথ। কুলাউড়া - বরমচাল রেলওয়ে সেকশনে রেললাইন ডুবু ডুবু। যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ।
হাকালুকি হাওর পারের ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, কুশিয়ারা নদীতে পানি বেড়ে যাওয়ায় হাকালুকি হাওরের পানি ভাটির দিকে প্রবাহ অনেকটা বন্ধ হয়ে গেছে। এখন প্রতিদিন হাওর ফুলেফেঁপে উঠছে। ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান এমনকি কবরস্থানেও পানি উঠে গেছে। শুনেছি রেলপথও ডুবে যাচ্ছে।
কুলাউড়া রেলওয়ে জাংশন স্টেশনের মাস্টার রোমান আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, হাকালুকি হাওরের কাদিপুর ইউনিয়ন এলাকায় কুলাউড়া ও বরমচাল রেলওয়ে সেকশনে ৩৩৩ থেকে ০৩ নম্বর পিলার পর্যন্ত রেললাইন ডুবুডুবু অবস্থায় রয়েছে। এই অবস্থায় সেখানে লোক মোতায়েন করা হয়েছে। এখন সেখানে ট্রেন দাঁড় করিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, পানি আর একটু বাড়লে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
(ঢাকাটাইমস/২০জুন/পিএস)

মন্তব্য করুন